বাগেরহাটের চিতলমারী উপজেলার বহুল আলোচিত জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজী (৫০) হত্যার মামলার আসামিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছে পুলিশ ও র্যাাবের যৌথ দল।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের মোঃ রফিক শেখের ছেলে মোঃ সুফিয়ান শেখ (২৮)।
চিতলমারী থানার এসআই শাকিল নিয়াজের নেতৃত্বে সঙ্গীয় র্যাব-পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। পরে আসামী চিতলমারী থানায় নিয়ে আসে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জেরে জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই মোঃ জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-৭ তারিখ: ১২ মার্চ ২০২৫। আসামী সুফিয়ানের বিরুদ্ধে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।