আমিরুল ইসলাম নয়ন গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে খড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সাইদুর রহমান। স্কুলের প্রধান শিক্ষিকা রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মো: আমিরুল ইসলাম নয়ন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফিরোজ আহম্মেদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন ও ১, ২, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পারভীন। শিক্ষার্থীদের নতুন যাত্রাকে স্মরণীয় করে তুলতে বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবকরাও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা রওশন আরা বলেন, “শিক্ষার প্রথম দিনটি যেন শিক্ষার্থীদের মনে আনন্দময় হয়ে থাকে-এটাই আমাদের লক্ষ্য। শিশুদের খেলাধুলা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে বিদ্যালয় সবসময় কাজ করে যাচ্ছে।”
দিনব্যাপী এই আয়োজন বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর কাছে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।