দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন জামায়াতের সঙ্গে আঁতাত করার কোন প্রকার পাঁয়তারা দৌলতপুর বিএনপি মেনে নেবে না।
শনিবার বিকেলে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিএনপি আয়োজিত নির্বাচনী কর্মী সভায় ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব বাচ্চু মোল্লা বলেন , এই জামায়েত ইসলাম ৯৬ সালে আওয়ামী লীগের সাথে এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। নানা সময় ওরা নিজেদের স্বার্থে দেশের বিপক্ষে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। দৌলতপুর আওয়ামী লীগের কর্মীদের হুঁশিয়ার করে বলেন, জামায়াতের সাথে মিশে জামায়াত সাজার চেষ্টা করছেন কোন লাভ হবে না, দৌলতপুর বিএনপি কোন প্রকার ছাড় দেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ দল তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। নতুন বাংলাদেশে আর নতুন করে কোন ফ্যাসিস্ট উত্থানের সুযোগ নেই। রাজনীতি করতে হলে স্বচ্ছতার সাথে করতে হবে। তারেক রহমানের স্পষ্ট বার্তা রাজনীতি করতে হলে আয়ের নির্দিষ্ট উৎস থাকতে হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা রুহুল কুদ্দুস, হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। কর্মীসভায় পুরুষ কর্মীদের পাশাপাশি শত শত নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।