এনামুল হক

বাংলাদেশের সকল জঞ্জাল পরিষ্কার করে সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব ইসলামী আন্দোলনের কর্মীদের

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ পিএম
বাংলাদেশের সকল জঞ্জাল পরিষ্কার করে সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব ইসলামী আন্দোলনের কর্মীদের

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক। তিনি বলেন বাংলাদেশের আনাচে কানাচে অন্যায়, অত্যাচার, জিনা-ব্যাভিচার, মদ-জুয়া, হত্যা-রাহাজানি, চুরি-ডাকাতিসহ সকল অনাচারে ভোরে গেছে। সমাজ থেকে এ সকল ঝঞ্জাট দূর করা সকলের ঈমানী দায়িত্ব। 

তিনি বলেন, এ সকল পাপাচার দূর করে একটা সুন্দর সোনালী সমাজ মানুষকে উপহার দিতে হবে। সময় এসেছে আগামীর বাংলাদেশকে ইসলামের আলোকে আলোকিত করা। তাই ইসলামের বাংলাদেশ গঠন করতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে আাগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি শনিবার (২৯ নভেম্বর) ইশাবাদ স্থানীয় বাহাউদ্দীন মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের সমর্থনে এক বিশাল ভোটার সমাবেশে বক্তব্য রাখছিলেন।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শেখ রওশন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভোটার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেনহাটি ইউনিয়ন আমীর মোল্লা শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইলিয়াস হুসাইন, সাবেক ছাত্র নেতা মোঃ কামরুজ্জামান মিঠুসহ সেনহাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে