হোসেনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ পিএম
হোসেনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দোয়া মাহফিল করেছে উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দরা। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহেদল ইউনিয়নের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর এবং তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ প্রমুখ।

এ সময়ে তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে