বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেনের উদ্যোগে রোববার দুপুরে গাংনী এতিমখানায় এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
এ সময় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বাবলু সহ এতিমখানার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।