বরিশালে নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি

এফএনএস (বরিশাল প্রতিবেদক):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:৪৪ এএম
storage/2024/november/30/news/284674afa8f63927.jpg

রহস্যজনকভাবে নিখোঁজের চারদিন পরেও কলেজ ছাত্রী আয়শা আক্তার মিলার (২১) সন্ধান মেলেনি। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ মিলার মা জেসমিন বেগম জানিয়েছেন, তার মেয়ে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রী প্রথমবর্ষের ছাত্রী। গত ২৬ নভেম্বর বিকেলে বিমানবন্দর থানার অর্ন্তভুক্ত নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকা থেকে রহস্যজনকভাবে মিলা নিখোঁজ হয়। মেয়েকে খুঁজে না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন মিলার বাবা আব্দুল হান্নান রাঢ়ী।

আপনার জেলার সংবাদ পড়তে