শরণখোলায় শিশু শ্রম প্রতিরোধ ও সুশিক্ষা র্নিচিতকরনে কর্মপরিকল্পনা সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
শরণখোলায় শিশু শ্রম প্রতিরোধ ও সুশিক্ষা র্নিচিতকরনে কর্মপরিকল্পনা সভা

শরণখোলায় উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ রিসোর্স (জঊঝঙটজঈঊ) প্রকল্পের বাস্তবায়নে, কর্ডএইড এবং গ্লোবাল মার্চের সহযোগিতায় শিশু শ্রম প্রতিরোধ ও সুশিক্ষা র্নিচিতকরনে ঝুঁকিপূর্ণ শিশুদের স্কুলে পুনঃভর্তি,আয়বর্ধক সুযোগ বৃদ্ধি এবং সামগ্রিকভাবে কমিউনিটিকে শিশু-বান্ধব করে তোলার জন্য অভিজ্ঞতা বিনিময় ও কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

রিসোর্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ নাঈম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনীর আহমেদ,শিক্ষক নেতা স্কাউটার মিজানুর রহমান,সিএলএমসি কমিটির সদস্য সাংবাদিক সাবেরা ঝর্না,গনশক্তি কেন্দ্রের কর্মকর্তা এমাদুল হক, লিড ফার্মার মিজানুর রহমান, প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন চাইল্ড ‌ লেবার মনিটরিং কমিটির সদস্য, প্রকল্পের বেনেফিশিয়ারিরগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মুনীর আহমেদ বলেন, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে সুশিক্ষা র্নিচিত সম্ভব। প্রাথমিক শিক্ষা ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সেজন্য প্রধান শিক্ষকদের  মা সমাবেশ করার জন্য নির্দেশনা রয়েছে। আলাদা আয়ের উৎস হিসেবে কৃষকদের সুযোগ করে দেওয়া হয়েছে। যাতে শিশুদের শিশু শ্রমে যুক্ত করা না হয়।

 জঊঝঙটজঈঊ প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও অর্জিত শিখনসমূহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে শিশু শ্রম প্রতিরোধ, সুশিক্ষা নিশ্চিতকরণ ও পরিবারগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথভাবে একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা।তাছাড়া বিভিন্ন সমস্যা ও সুযোগ চিহ্নিত করে স্থানীয় পর্যায়ের সম্পদ, সহযোগিতা এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে কীভাবে কার্যক্রম আরো কার্যকর, টেকসই এবং ফলপ্রসূ করা যায় তা নির্ধারণ করাই প্রকল্পের লক্ষ্য।

মাঠপর্যায়ে অর্জিত প্রকল্পভুক্ত পরিবার, কমিটি সদস্য, স্থানীয় নেতৃত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, যুব প্রতিনিধিসহ সকল অংশীজনের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে একত্র করে শিশু শ্রম প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ শিশুদের স্কুলে পুনঃভর্তি নিশ্চিতকরণ,পরিবারগুলোর আয়বর্ধক সুযোগ বৃদ্ধি এবং সামগ্রিকভাবে কমিউনিটিকে শিশু-বান্ধব করে তোলার জন্য আগামী দিনের বাস্তবমুখী, সময়বদ্ধ ও দায়িত্বভিত্তিক একটি শক্তিশালী কর্মপরিকল্পনা তৈরি করাই এ সভার প্রধান উদ্দেশ্য।

আপনার জেলার সংবাদ পড়তে