খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স প্রদান এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সার বিক্রিতে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন। কিন্তু সাম্প্রতিক নীতিমালার কারণে অনেক বিক্রেতা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা দাবি করেন-
১) বৈধ আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখতে হবে,
২) দ্রুত টি.ও লাইসেন্স নবায়ন ও প্রদান কার্যক্রম চালু করতে হবে,
৩) সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধন করে খুচরা বিক্রেতাদের স্বার্থ নিশ্চিত করতে হবে।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন ইউসুফ, মোঃ তাজুল ইসলাম, মো: সাহেব আলী, সাইফুল ইসলাম সহ ব্যবসায়ীবৃন্দ।
আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সার বিক্রেতা অংশ নেন।
আন্দোলনের নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।