মান্দায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
মান্দায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিক্যাল  টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমটিএ নওগাঁ জেলার সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমল কুমার প্রামানিক, ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (ফার্মাসিস্ট) ফয়েজ উদ্দিন, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, ফার্মাসিস্ট সাইফুল ইসলাম টুকু।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নায্য দাবি মেনে নিয়ে ১০ম গ্রেট বাস্তবায়ন করতে হবে। এ দাবি মানা না হলে আগামী ৪ই ডিসেম্বর থেকে তারা সাটডাউন কর্মসূচি পালন করবেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

আপনার জেলার সংবাদ পড়তে