কুড়িগ্রামে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুন্নবী মিয়া প্রমুখ। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সপ্তাহজুড়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন আয়োজন চলমান আছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪শতাধিক শিক্ষার্থীকে স্কুল মিল্ক ফিডিং এর আওতায় আনা হয়। এছাড়াও প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য কুইজ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে