বিএনপি চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনার ফরিদপুরে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ফরিদপুর পৌর সদরের থানাপাড়ায় ফরিদপুর উপজেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। এসময় ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আঃ হাকিম খান,চাটমোহর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম খান আরজ প্রমুখ বক্তব্য দেন।
একদিন ফরিদপুর উপজেলা মহিলা দলের আয়োজনে বেগম থালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।