পাবনার চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,যত্রতত্র জ্বলানি তেল বিক্রি,পৌর শহরে যানজট,ভেজাল পণ্যসামগ্রী বিক্রি প্রতিরোধ,রাজনৈতিক উত্তাপ,সারের দাম বেশি নেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,প্রধান শিক্ষক আর কে এম আঃ রব মিঞা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ,অধ্যক্ষ আঃ রহিম কালু,তৌহিদুল ইসলাম তাইজুল,জামায়াত নেতা সোলায়মান হোসেন প্রমুখ।