চলতি মৌসুমের অভ্যান্তরিণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা এলসিডি কতৃপক্ষের তত্ত্বাবধানে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে শাহরাস্তি গেইট দোয়াভাংগা এলাকায় কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নাজিয়া হোসেন স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেজবাহ উদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা সোহরাওয়ার্দী। অনুষ্ঠানে জানানো হয় চলতি বছরে ৩০৮ মে.টন আমান সিদ্ধ চাল ও ৪ শত ম.টন আমান আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।