বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার শেরপুরে কোরআন খতম ও গণদোয়ার আয়োজন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে শেরপুর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, মাদ্রাসাশিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। কোরআনখানি শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক মেয়র জানে আলম খোকা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না এবং পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন সহ প্রমুখ।