নোয়াখালীর সেনবাগ উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্টান কাদরা হামিদিয়া মাদরাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবতেদায়ী দাখিল দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত নির্বাচনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে ৪জন নির্বাচিত হয়। নির্বাচিতরা হচ্ছে ঃ এভতেদায়ী শাখা মোঃ আবুল কাশেম ৩৬ ভোট ও মোঃ সালা উদ্দিন ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে দাখিল শাখায় মোঃ আবদুল আজিজ ৮৩ ভোট ও মোঃ মফিজুর রহমান ৭৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেঃ এবতেদায়ী শাখায় আজিজুল হক প্রাপ্ত ভোট ১ ও মোঃ নিজাম উদ্দিন প্রাপ্ত ভোট ৫ভ এছাড়াও দাখিল শাখায় প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী আবুল কাশেম প্রাপ্ত ভোট ৩ ও কামাল উাদ্দিন প্র্বাত ভোট ২।
উল্লেখ্যঃ এরআগে উক্ত মাদরাসায় ভোট গ্রহনের তফসিল ঘোষনা করা হলে দুই শাখায় ৪প্রার্থী ছাড়া অন্যকোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার মনোনয়নপত্র সংগ্রহ করেনী। পরবর্তী এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে পূর্ন তফসিল ঘোষনা করলে আজ রবিবার শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনু্িষ্ঠত হয় ভোট গ্রহন শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন,প্রিজাইডিং অফিসার সেনবাগ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজামান।