রাজশাহী নগরীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়তে চাই: আরএমপি কমিশনার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম
রাজশাহী নগরীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়তে চাই: আরএমপি কমিশনার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ‘নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে। সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।’  রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি। সভায় সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশ্খৃলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা শহরের সার্বিক চিত্র উপস্থাপন করেন। পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে