গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোববার বিকালে উপজেলার সাফাইশ্রীস্থ দলীয় অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, জেলা মহিলা দলের সদস্য ফাহিমা, নার্গিস আক্তার, লাভলী, রানী আক্তার, শামীমা প্রমুখ। পরে স্থানীয় মসজিদের পেশ ইমাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। উপস্থিত সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহ তায়ালা নিকট দোয়া প্রার্থনা করেন। নেত্রীকে যেন নেক হায়াত ও দ্রুত সুস্থতা দান করেন, সে জন্য সবাই প্রাণ খোলে দোয়া করেন।