কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয় ।
রোববার বাদ আসর রাজিবপুর উপজেলা।বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার , কৃষকদল সভাপতি সুরমান আলী,যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,ছাত্রদল আহবায়ক মোখলেছুর রহমান বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লীগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন রাজিবপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম।