কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ পিএম
কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. মোঃ আলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার,কচুয়া উপজেলা জামায়াত এর আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আরো অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে