কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ পিএম
কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কচুয়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. মোঃ আলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার,কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে