সিলেটের জৈন্তাপুর থেতে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করছে র‌্যাব

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:২১ পিএম
সিলেটের জৈন্তাপুর থেতে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করছে র‌্যাব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসদৃশ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে র‌্যাব-৯ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার লক্ষীপ্রসাদ ফেরিঘাট রশিদ ফিল্ড খেলার মাঠসংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় অভিযান পরিচালনা করে। এ সময় আবর্জনার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দুইটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র দুটি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ এলিট বাহিনী।

র‌্যাব সূত্রে জানা যায়, ০৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৮টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 র‌্যাব-৯ কর্তৃপক্ষ জানায়, সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে