লৌহজংয় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম
লৌহজংয় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের বদলিজনিত বিদায় উপলক্ষে লৌহজং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার আড়াইটায় লৌহজং উপজেলা পরিষদ অফিস কক্ষে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. লিখন শেখ ও দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মো. নেছার উদ্দিন তাঁর কর্মজীবনে দক্ষতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। লৌহজংয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।

বিদায়ী ইউএনও মো. নেছার উদ্দিন তাঁর বক্তব্যে লৌহজং উপজেলার সকল সাংবাদিক, জনপ্রতিনিধি ও সহযোগী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “লৌহজংবাসীর ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণে রাখব।”

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে