পদ্মাবতী বিনোদন কেন্দ্রের কাজ শেষ করে যেতে পারলে মানসিক শান্তি পেতাম: ইউএনও নেছার উদ্দিন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম
পদ্মাবতী বিনোদন কেন্দ্রের কাজ শেষ করে যেতে পারলে মানসিক শান্তি পেতাম: ইউএনও নেছার উদ্দিন

পদ্মাবতী বিনোদন কেন্দ্রের কাজ শেষ করে যেতে পারলে বিদায় বেলায় আরও শান্তি পাওয়া যেতো। এই কাজসহ লৌহজং উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজ সম্প্রতি শুরু হয়েছে। এগুলোর কাজ এখনো চলমান, তবে আমি নিজে থেকে এই কাজ গুলোর সমাপ্তি করে যেতে পারলে মানসিক ভাবে আরও তৃপ্তি পাওয়া যেতো।

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নেছার উদ্দিন-কে তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সদ্য বিদায়ী ইউএনও মো. নেছার উদ্দিন এ বক্তব্য প্রদান করেন। 

রোববার (৩০ নভেম্বর) বেলা ১২ ঘটিকায়  লৌহজং উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পেদ্দারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ইউএনও নেছার উদ্দিনের কর্মদক্ষতা, নিষ্ঠা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সেবায় আন্তরিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। লৌহজংয়ের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা দীর্ঘদিন মনে রাখবে এলাকাবাসী।

বিদায়ী বক্তৃতায় ইউএনও নেছার উদ্দিন লৌহজংয়ের মানুষের সহযোগিতা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই উপজেলায় দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় সময়। ভবিষ্যতেও যেখানেই থাকি, লৌহজংয়ের মানুষের কল্যাণে আমার দরজা সবসময় খোলা থাকবে।”

অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাব, লৌহজং-এর পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে