রাজশাহী নগরীতে লাগাতার চুরি ও ডাকাতির ঘটনায় সাঁড়াশি অভিযানের প্রস্তাবনা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৬ পিএম
রাজশাহী নগরীতে লাগাতার চুরি ও ডাকাতির ঘটনায় সাঁড়াশি অভিযানের প্রস্তাবনা
রাজশাহী নগরীতে উদ্বেগজনকভাবে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। এসব ঘটনায় এবার সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সাথে নবাগত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমানের মতবিনিময়কালে এ প্রস্তাবনা দেওয়া হয়। মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা বলেন, রাজশাহী নগরীতে উদ্বেগজনকভাবে চুরি ও ডাকাতি বেড়েছে। ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় পুলিশের টহল এবং সাঁড়াশি অভিযান চালানো দরকার। এছাড়া গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা প্রয়োজন। মতবিনিময় সভায় কিশোর গ্যাং, মাদকের বিস্তার, যানজট ও ফুটপাত দখলসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিকরা। মতবিনিময় সভায় আরএমপির নবাগত পুলিশ কমিশনার ড. জিললুর রহমান বলেন, আপনারা গুরুত্বপূর্ণ ও র‌্যাশোনাল মতামত প্রদান করেছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এগুলো ভূমিকা রাখবে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পুলিশ কমিশনার আরও বলেন, বিভিন্ন জায়গায় মতো রাজশাহীতেও সেভারেল চ্যালেঞ্জেস বিরাজ করছে। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে সিকিউরিটি নিশ্চিত করতে লফুলি যা যা করণীয় ইনশাআল্লাহ তাই করবো। সার্বিক সহযোগিতা নিয়ে উদ্দেশ্য সাকসেসফুল করবো। নগরবাসী নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছি।
আপনার জেলার সংবাদ পড়তে