ভোলার দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ রোডে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বর্তমান জনতা ব্যাংকের পরিচালক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি পালনের বিষয় বিশদ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মেহেরুন্নাহার, সহসভাপতি আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, সাথী বেগম।