ঝিনাইদহের কোটচাঁদপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। জোয়ার আসর বসছে প্রতি রাত্রে। যে কারণে চুরি ডাকাতি ছিনতাইয়ের প্রকোপ বেড়েছে পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী। ফলে উপজেলার মানুষের রাত কাটছে আতঙ্কে । যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে ।
শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতেও পৌর শহরের সলেমানপুর উত্তর পাড়ার রমজান আলীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। ওই একই সময়ে কাগমারি গ্রামের কার্তিক হালদারের বাড়ি থেকে আরো ২টি গরু চোরেরা চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান থানা অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর। অভিযোগ রয়েছে থানা পুলিশের গড়িমসির কারণে অনেক চুরি ছিনতাইয়ের মামলা করেন না ভুক্তভোগীরা। গত ১৫ নভেম্বর রাতে বলাবাড়িয়া গ্রামে ডাকাতি ও কোটচাঁদপুর-মহেশপুর সীমান্তে জগন্নাথপুর গ্রামের অদূরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির কোন কুলকিনারা এখনো করতে পারেননি পুলিশ। এরপরও রয়েছে দিন দুপুরে শহরে একাধিক বাড়িতে ঢ়ুকে তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরিসহ কোটচাঁদপুর-সাবদারপুর সড়কে একাধিক ডাকাতের ঘটনা। যার কোনটারই মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার হয়নি এপর্যন্ত। শুধুমাত্র সম্প্রতি সাবদারপুর-খালিশপুর সড়কে আলমসাধু ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামি গ্রেফতারসহ মোটরসাইকেল ও আলমসাধু উদ্ধারের কৃতিত্ব রয়েছে পুলিশের ঝুলিতে। এদিকে চুরি ডাকাতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়ে গেলেও প্রতিকার মিলছে না। এ সকল চুরি ডাকাতি ছিনতাই-এর পাশাপাশি চলছে কোটচাঁদপুর, কালিগজ্ঞ ও চৌগাছা উপজেলার সীমান্তে এলাকায় পাশাপাশি তিনটি গ্রামে দিনের আলোতে জুয়ার আসর। সুযোগ বুঝে জুয়াড়ীরা কখনো কোটচাঁদপুর পাশপাতিলা মঙ্গলপুর গ্রামের মাঠে , কখনো অদূরে চৌগাছা উপজেলার চাকলা গ্রামের মাঠে, আবার কখনো কালীগঞ্জের দাদপুর গ্রামের মাঠে বিনা বাঁধায় দীর্ঘ দিন ধরে পর্যায় ক্রমে চালিয়ে যাচ্ছে জুয়ার আসর। অথচ পুলিশ প্রশাসন বিষয়টি জানেন না বলে জানান। আইন আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর এ আমার দেশকে বলেন- গরু চুরির অভিযোগ পেয়েছি । আশা করছি খুব দ্রুতই চোর সনাক্ত করে গ্রেফতার করতে পারবো। তিনি বলেন- হাতেনাতে চোর ধরে আদালতে দিলেও কয়েক দিনের মধ্যে তারা জামিনে চলে আসছে। যে কারণে সমস্যা বাড়ছে। তারপরও সকল ঘটনার অপরাধীদের সনাক্তের জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে। এর মধ্যে ছিনতাইকৃত একাধিক মটরসাইকেল ও আলমসাধু উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে।