বরিশাল-ভোলা সেতুর দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ পিএম | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ পিএম
বরিশাল-ভোলা সেতুর দাবিতে মানববন্ধন

ভোলা-বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতি।  সমিতির উপদেষ্টা ও বরিশালের  সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুর রশিদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. সিরাজুল ইসলাম, 

ইসলামী ব্যাংক বরিশাল শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন, বিএম কলেজস্থ ভোলা জেলা ছাত্র- ছাত্রী কল্যাণ পরিষদের সংগঠক কামরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ শুরু করার জন্য দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে