গফরগাঁওয়ে স্কুল ফিডিং কর্মসূচি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম
গফরগাঁওয়ে স্কুল ফিডিং কর্মসূচি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুইটি স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

উপজেলার ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করা হয়, যা শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্থ বিকাশে সহায়তা করবে।

এ উপলক্ষে দুপুরে ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভূইয়া।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নতি এবং শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে উন্নত জাতের প্রাণিসম্পদ পালন ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন ও ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে আমরা সেই পুষ্টির বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে চাই।”

অনুষ্ঠান শেষে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ 'শ শিক্ষার্থীকে দুধ পান করানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে