বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা আছে বলে সরকারের জানা নেই। প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও অন্যান্য দিক সামাল দিতে সহযোগিতা করা হবে। তার কথায়, বাংলাদেশে ফেরার ব্যাপারে কোনো রকম আইনগত নিষেধাজ্ঞার তথ্য তার জানা নেই। যদি এমন কোনো বিষয় থেকেও থাকে, সংশ্লিষ্টরা জানালে তা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
ড. আসিফ নজরুল মনে করেন, দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তারেক রহমান ও তার পরিবারের বিবেচনায় নির্ভরশীল। তিনি বলেন, কোন সময়টি উপযুক্ত, তা নির্ধারণের সক্ষমতা তারেক রহমানের রয়েছে এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে বাইরের মন্তব্য অনেক সময় অরুচিকর হয়ে ওঠে। কারণ বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে পারিবারিক অনুভূতিরও সম্পর্ক রয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “মা ছেলের সম্পর্ক নিয়ে মন্তব্য করা শোভনীয় নয়। বেগম খালেদা জিয়া কী নির্দেশ দিলেন বা তারেক রহমান কী ভাবছেন, তা নিয়ে অনুমান করা ঠিক নয়। তারা নিজেরা ভালো বোঝেন কখন কোন পদক্ষেপ নিতে হবে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে রাজধানীর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন কি না, সেটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে আলোচিত প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক স্ট্যাটাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার ইঙ্গিত পাওয়ায় আলোচনাটি আরও জোরালো হয়েছে।
আইন মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সরকার জানাচ্ছে, কোনো বাধা থাকলে তা দূর করতে যথাসাধ্য সহযোগিতা করা হবে এবং দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।