সুন্দরবনে বন প্রহরী কল্যান সমিতির কমিটি গঠন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
সুন্দরবনে বন প্রহরী কল্যান সমিতির কমিটি গঠন

সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল  রবিবার (৫ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে গত শনিবার বেলা ১১ টায় সুন্দরবন পশ্চিম বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরী সভা সংগঠনের সভাপতি অলিয়ার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় বিগত কমিটি বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  মাহবুবুর রহমান।  এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ রেজা লতিফ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিসাব নিরক্ষক শেখ আবেদুল ইসলাম। এ ছাড়া কাযর্করি সদস্যরা হলেন মোস্তফা জাহিদ, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, ছালাম হোসেন, রাজু আহমেদ, হায়দার আলী। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরকে সুন্দরবন পশ্চিম বিভাগে কর্মরত সকল বন প্রহরীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে