চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়বে নাকি কমবে তা নিশ্চিত হওয়া যাবে আজ মঙ্গলবার।বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির ডিসেম্বর মাসের নতুন দর ঘোষণা করবে। বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বরের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত সেদিনই প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শহিদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটে আদেশটি প্রকাশ করা হবে, যাতে সাধারণ ভোক্তারা পূর্ণাঙ্গ মূল্য তালিকা দেখতে পারেন।
গত ২ নভেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সেসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। সবশেষ সমন্বয়ের পর অটোগ্যাসের দাম দাঁড়ায় ৫৫ টাকা ৫৮ পয়সা, যেখানে মূসকসহ সব উপাদান ধরা হয়।
এদিকে ডিসেম্বরের শুরুতেই বদলে গেছে অন্যান্য জ্বালানির দাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ডিসেম্বরের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা। নতুন এই দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির রফতানি মূল্য নির্ধারণকারী সৌদি সিপি এখন এলপিজির দেশীয় দরের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এলপিজি খাতে যুক্ত কোম্পানিগুলোও সিপির ওঠানামার ওপর নির্ভর করেই মাসিক দর সমন্বয়ের অপেক্ষায় থাকে। ফলে মঙ্গলবার ঘোষণার দিকে সারাদেশের ভোক্তারা স্বাভাবিকভাবেই নজর রাখছেন।