খালেদা জিয়ার চিকিৎসা চলছে আগের মতোই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
খালেদা জিয়ার চিকিৎসা চলছে আগের মতোই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে সব তথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই বিভ্রান্তিকর, তাই এসব বক্তব্যে কেউ যেন কান না দেন। সোমবার (১ ডিসেম্বর) মোহাম্মদপুরে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। বিএনপির নেতাদের মতে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আগের মতোই তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও চিকিৎসা প্রক্রিয়ায় কোনো নতুন পরিবর্তন আসেনি। এভারকেয়ারে তাঁকে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং দলীয় নেতাদের ভাষ্যে এখানেই রয়েছে সবশেষ আপডেট।

দোয়া মাহফিল ও বিভিন্ন বক্তব্যে রিজভী বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা দেশের মানুষের আস্থার জায়গা। তাঁর জন্য দেশজুড়ে মানুষ দোয়া করছেন। তিনি স্মরণ করিয়ে দেন, বন্দি অবস্থায় নিজের সন্তান হারানো থেকে শুরু করে নানা নির্যাতন সহ্য করেও খালেদা জিয়াকে জাতীয় রাজনীতি থেকে সরানো যায়নি। এখন তাঁর শারীরিক সংকটের সময়ও সারা জাতি প্রার্থনা করছে দ্রুত আরোগ্যের জন্য।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণেই চলছে সব ব্যবস্থা। বিভিন্ন গণমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোকে ভুল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নেতা কর্মী এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দেবেন স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যথাসময়ে গণমাধ্যমকে আপডেট জানানো হবে।

এদিকে সোমবারের দোয়া মাহফিলে দলীয় নেতারা দুইটি ছাগল জবাই করে গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করেন। উপস্থিত ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ অন্য নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে