গাংনীতে ট্রাক্টর চাপায় শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম
গাংনীতে ট্রাক্টর চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মো: শিহাব (৮) নামের এক  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবর স্থান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিহাব মানিকদিয়া কবর স্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে ও স্থানীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় ছাত্র।

স্থানীয়রা জানান,শিহাব সহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের উপরে বসে গল্প করছিলো প্রাচীরের পাশেই ট্রাক্টারে জমি চাষ করছিলো। শিহাব প্রাচীর উপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে