সাবেক তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পোরশা আমবাগানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর উদ্যেগে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন সমূহের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ সভাপতি আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান উপস্থিত ছিলেন।