বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী হলে বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী হলে বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে কি না, তা যাচাইয়ের কাজ চলছে। যদি এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারযোগ্য মনে হয়, তবে এখানেই এ ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যেই প্রসিকিউশনের কাছে এসেছে। আমরা এগুলো যাচাই-বাছাই করব। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। যদি প্রতীয়মান হয় যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় পড়ে, তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হবে। নইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে।”

তিনি আরও জানান, “এই হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারী, মদদদাতা ও সুবিধাভোগীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। স্বাধীন বাংলাদেশের রাজধানীতে এতগুলো সামরিক কর্মকর্তাকে হত্যা, যা সেনাবাহিনীর মনোবল ও প্রতিরক্ষাব্যবস্থায় বড় আঘাত ছিল—এর সঠিক তদন্ত এতদিন আলোর মুখ দেখেনি।”

তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, “এর মাধ্যমে যারা এতদিন বিচারের বাইরে ছিলেন, তাদের বিচার নিশ্চিত হবে। একই সঙ্গে আগের বিচার প্রক্রিয়ায় কেউ যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, তা প্রতিকার করা সম্ভব হবে। এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।”

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপ দেখেই বোঝা যাচ্ছে যে, একটি ‘অসাধারণ কাজ’ হয়েছে। “কারা মাস্টারমাইন্ড, কারা হত্যাকারী, কারা বেনিফিশিয়ারি—সবই স্পষ্ট হয়েছে,” বলেন চিফ প্রসিকিউটর।

আপনার জেলার সংবাদ পড়তে