পলাশবাড়ীতেপ্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময় সভা

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
পলাশবাড়ীতেপ্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময় সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ এবং নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসস্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) অর্থায়নে সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) জান্নাতুল মাওয়া, তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান, নারী উদ্যোক্তা আয়শা বেগম ও শাহনাজ বেগম। মতবিনিময় সভায় তরুণ ও নারী উদ্যোক্তা ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়। 

মতবিনিময় সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ বলেন, প্রাণিসম্পদ দপ্তর তার ভিশন ও মিশনকে সামনে রেখে উদ্যোক্তা তৈরীতে সমভাবে ভূমিকা রাখছে। উদ্যোক্তা তৈরী হলে যেমন প্রাণিসম্পদের উৎপাদিত পণ্যের ব্যাপকতা তৈরী হবে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে