বরিশাল নগরীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ৩টার দিকে এনএসআই বরিশালের অতিরিক্ত পরিচালকের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অশ্বিনী কুমার টাউন হলের বিপরীতে অবস্থিত মেট্রো প্লাস ডায়াগনস্টিক সেন্টার-এর কোনো বৈধ সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। একই অভিযানে বিবির পুকুর পাড় এলাকায় অবস্থিত কীর্তনখোলা ডায়াগনস্টিক সেন্টার-এর অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ সনদ থাকার অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের কাছ থেকে পুনরায় এমন অনিয়ম না করার মুচলেকা গ্রহণ করা হয়। অভিযানে বরিশাল জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত হোসেন উপস্থিত থেকে বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রশাসন জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে।