সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববর (৩০ নভেম্বর) বিকেলে পৌরশহরের শিল্পী হোটেলের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশেষ দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা। দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান  আনজু, আজাহার আলী, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে