কাউখালীতে খালেদা জিয়ার দোয়ায় এক মঞ্চ বিএনপি-জামায়াতে-ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ পিএম
কাউখালীতে খালেদা জিয়ার দোয়ায় এক মঞ্চ বিএনপি-জামায়াতে-ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় উপজেলা পুরাতন ঈদগা মাঠে সোমবার বিকেলে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এক মঞ্চে বিএনপি জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও আলেম-ওলামারা। কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে খলি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন থাকবেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরিজপুর জেলা বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কাউখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটার অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা ওমর ফারুক, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, রঘুনাথপুর মাদ্রাসার হাফেজ সোলেমান দোয়া পরিচালনা করেন নামগুলি দরবারের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম জিয়া সকল দলের মুরুব্বি, তিনি বাংলাদেশের এক মাত্র রাজনৈতিক অভিভাবক। এই দূর সময় তার বেঁচে থাকা একান্ত প্রয়োজন তাই আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দিন।

দোয়া অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে কাউখালীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে