ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, বিএনপি মনোনীত কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।  সোমবার দুপুরে স্থানীয় ফুডল্যান্ড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে তিনি সবস্তরের সাংবাদিকদের সথে এই মতবিনিময় সভায় অংশ নেন। এতে ভেড়ামারায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি আইন পেশা থেকে যা আয় করি গত ২৫ বছর তার সব টায় ভেড়ামারা-মিরপুরবাসীর জন্য ব্যায় করেছি। সব সময় রয়েছি জনগনের সাথেই। আমি বিশ্বাস করি, ভেড়ামারা-মিরপুরের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। যেমনটি নির্বাচিত করেছিলেন আমার বাবা আব্দুর রউফ চৌধুরীকে। আমি আমার বাবার পথ ধরেই আপনাদের সেবায় নিয়োজিত থেকে ভেড়ামারা মিরপুরের জনগণের সেবা করে যেতে চাই। 

মতবিনিময় সভায় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ, ডাঃ আব্দুল হান্নান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে