ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) পাঁচ দিন নিখোঁজ থাকার পর অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলের জঙ্গলে তার স্যুটকেস থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তার সাবেক প্রেমিক পিটার এম. তাঁকে হত্যা করে মরদেহটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার গভীর জঙ্গলে পুঁতে রাখেন। ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর স্টেফানি নিখোঁজ হন। শেষবার তিনি এক বন্ধুকে মেসেজ করে জানান বাড়ি ফিরছেন, পরে সন্দেহ করেন সিঁড়িঘরে কেউ লুকিয়ে থাকতে পারে। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পার্শ্ববর্তী প্রতিবেশীরা ওই রাতে তার বাসা থেকে ঝগড়ার শব্দ শুনেছেন এবং সাবেক প্রেমিককে সেখানে উপস্থিত দেখতে পেয়েছেন। ২৪ নভেম্বর স্লোভেনিয়ায় অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে একটি লাল গাড়ি আগুনে পুড়ে যায়। গাড়িটির মালিক ছিলেন পিটার এম. সন্দেহজনক আচরণে তাকে আটক করে স্থানীয় পুলিশ। পরে অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার যৌথ তদন্তে পিটার এম. হত্যার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, পার্টির পর তুমুল ঝগড়ার সময় তিনি পাইপারকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার মাজস্পার্ক এলাকার জঙ্গলে পুঁতে রাখেন। স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যাকাণ্ড লুকানোর বা প্রমাণ নষ্ট করার সঙ্গে যুক্ত ছিলেন কি না, তাও তদন্ত করা হচ্ছে। এই ভয়াবহ হত্যাকাণ্ড অস্ট্রিয়া ও স্লোভেনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।