কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৮ এএম
কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (২৫) নামে এক দোকান কর্মচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাঁকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় রেখে যায়।

কামরাঙ্গীরচরের বড় গ্রাম মাতাব্বর বাজারে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা বিষয়ে স্বজনরা বলেন, “রাতে এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত করেনি স্বজনরা।

আপনার জেলার সংবাদ পড়তে