কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর কৃষক দলের দোয়া

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ এএম
কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর কৃষক দলের দোয়া
গাজীপুরের কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মাগরিব বাদ কালীগঞ্জ উপজেলা ও বিএনপির কার্যালয়ে কালীগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখের সভাপতিত্বে পবিত্র মিলাদ ও দোয়া পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল ও সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এই সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, পৌর কৃষক দলের সহ-সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আলম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা জাসাস আহবায়ক নুরুল ইসলাম নুরু, পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, পৌর ওলামা দলের সদস্য সচিব মো. আক্তার হোসেন, প্রফেসর মো. কামরুজ্জামান পনিরসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে