সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়া প্রেমিক ইয়ার আলীর ছোড়া গুলিতে হালিমা খাতুন নামের এক গৃহবধু এবং ইয়ার আলীর ছেলে হৃদয় তরফদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলীর পরকীয়া সম্পর্কে জড়িত থাকার কারণে স্ত্রী ও সন্তানকে অপর্ণা মন্ডলের বাড়িতে আসতে দেখার পর ক্ষুব্ধ হয়ে তিনি হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।
হালিমা খাতুনকে মাথায় গুলি লাগার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের ইয়ার আলীর ছেলে ও একাধিক ডাকাতি মামলার আসামী বলে জানায় স্থানীয়রা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “স্থানীয়রা ইতিমধ্যেই হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।” ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।