সু-খবর পেলেন বরিশালের আরো দুইজন ছাত্রদল নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ এএম
সু-খবর পেলেন বরিশালের আরো দুইজন ছাত্রদল নেতা

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলার ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল হোসেন হাওলাদারের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার আহবায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাঁধা নেই।

একই বিজ্ঞপ্তিতে উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বানারীপাড়ার ছাত্রদলের এ দুইজন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব টিপু খানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিস্কৃত হলেও তারা দলীয় কার্যক্রমে ব্যাপক সরব ছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পর তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে