খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল—গুজবে কান দিবেন না: ডা. জাহিদ

এফএনএস অনলাইন:
| আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল—গুজবে কান দিবেন না: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত ব্রিফিং-এ তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না।”

ডা. এ জেড এম জাহিদ বলেন, “দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসা তদারকি করছেন ও দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “দেশের বাইরে নেওয়ার বিষয়ে (বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন) মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। ইউকে থেকে বিশেষজ্ঞরাও তাকে দেখার জন্য আসবেন। মেডিকেল বোর্ড যদি মনে করে উনাকে ‘ট্রান্সফারেবল’ (স্থানান্তরযোগ্য) এবং চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, তখনই যথাযথ সময়ে উনাকে বাইরে নিয়ে যাওয়া হবে। সব প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে নেই।”

এর আগে, বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়েছিল, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে