কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে ত্রৈ-মাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় প্র্যাকটিক্যাল এ্যাকশানের সহযোগিতায় কযরা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মাসুম বিল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, সেলিনা আক্তার লাইলী, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, প্র্যাকটিক্যাল এ্যাকশনের কমিউনিটি সুপার ভাইজার মোঃ তরিকুল ইসলাম, শারমিন আক্তার, কাজল হোসেন, ডিএসকে কমিউনিটি সুপার ভাইজার নাগিব হোসেন প্রমুখ। সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় সহ স্থানীয় জনগোষ্ঠির মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।