ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দুটি পালনের জন্য প্রয়োজনীয় নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহীনা নাছরীনের সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি সাহেল আহমদের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ, ডাঃ শফিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক একে এম আমিনুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আবদুস সাত্তার,এনসিপির আহবায়ক মোহাম্মদ হাফিজ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও সভায় আগামী ৭ ডিসেম্বর নাসিরনগর মুক্তদিবস যথাযোগ্য মর্যাদা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।