বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লোহাগড়ায় বিশেষ প্রার্থনা সভা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লোহাগড়ায় বিশেষ প্রার্থনা সভা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৬) দুপুর ১টায় শহরের লক্ষ্ণীপাশাস্থ  শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। 

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধক্ষ্য তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জি'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃবমশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কিশোর রায়, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গৌতম সাহা, সদস্য পলাশ গুহ বিষ্ণু, সাধন কর্মকার, রূপ কুমার, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং সহ তথ্য ও প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ প্রমূখ।

     সভা শেষে মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব ও বিশিষ্ট ধর্মানুরাগী পলাশ চক্রবর্তী মদনের নেতৃত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে